ঢাকা :–
বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী পড়শী ২০১৩ সালের এসএসসির পরীক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে জিপিএ ৪.৯৪ পেয়েছেন পড়শী।
নিজের ফলাফলে পড়শী বলেন, ‘অল্পের জন্য জিপিএ-৫ পাইনি। তবে এ ফলাফলেও আমি অনেক খুশি। কারণ পরীক্ষার আগের দিনও আমি স্টেজশো, রেকর্ডি-এর কাজ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছি। সে অর্থে এ ফলাফলে আমি ভীষণ খুশি।’
উল্লেখ্য, পড়শী ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। বর্তমানে তিনি তার তৃতীয় একক ‘পড়শী-৩’ অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন।