নাজমুল করিম ফারুক :–
রাজধানীর মিরপুরের দারুস সালাম সড়কে বাংলা কলেজের পাশে বুধবার রাত ১১টায় তুংহাই সোয়েটার তৈরীর কারখানায় অগ্নিকাণ্ডে কারখানার মালিক, বিজিএমইএ পরিচালক, কুমিল্লা-২ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশি ও কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর শোভারামপুর গ্রামের আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমানের নিহতের ঘটনায় তিতাস ও হোমনা উপজেলা বিএনপির নির্ধারিত বিক্ষোভ কর্মসূচী স্থগিত করা হয়েছে এবং বিভিন্ন মহল থেকে শোক জানানা হয়। উক্ত ঘটনায় পুলিশের অতিরিক্ত উপ মহা পরিদর্শক মঞ্জুর মোর্শেদ, কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের সভাপতি দাউদকান্দি রায়পুরের সোহেল মোস্তফা স্বপন, এমাদুর রহমান বাদল, সৈয়দ নাসিম রেজা, জিআইডির দেহরক্ষী রিপন চাকমা, তুংহাইয়ের কর্মকর্তা আসাদ ও অফিস সহকারী সাহাবুদ্ধিন নিহত হয়। আহত হয় ২ জন।
কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম.কে আনোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচী হওয়ার কথা থাকলেও বিজিএমইএ পরিচালক ও আওয়ামীলীগ নেতার মৃত্যুতে তা স্থগিত করা হয়েছে। তিনি আরো জানান, মাহবুবুর রহমানের মৃত্যুতে বিএনপি’র পক্ষ থেকে এম.কে আনোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়াসহ দলের অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
এদিকে তুংহাই সোয়েটার কারখানার মালিক ও তাঁর বন্ধুদের মৃত্যুতে আওয়ামীলীগের আরেক মনোনয়ন প্রত্যাশি হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পপি লাইব্রেরীরি স্বত্ত্বাধিকারী অধ্যক্ষ আবদুল মজিদ, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, হোমনার ইউএনও মোহাম্মদ হেলাল হোসাইন, তিতাসের ইউএনও শ্যামলী নবী, তিতাস উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শওকত আলী, সদস্য সচিব মহসীন ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক মুন্সি মজিবুর রহমান, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহমেদ, হোমনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মফিজুল ইসলামসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
