সিংড়া (নাটোর) প্রতিনিধি:–
নাটোরের সিংড়ায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। বুধবার দুপুরে সিংড়া উপজেলার এখলাছপুর বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় খোয়া যাওয়া একটি ১৩৫ সিসি ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়।
সিংড়া থানার এস আই আব্দুল আজিজ মন্ডল জানান, বুধবার সকালে রাণী নগর থানার আবাদপুকুর এলাকা থেকে একটি ডিসকভার মোটর সাইকেল ছিনতাই করে সিংড়া থানা এলাকায় ডুকে পড়ে। পরে দুপুর ১২টায় এলাকাবাসীর সহযোগিতায় এখলাছপুর বাজার থেকে মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত দুই ছিনতাইকারী পুঠিয়ার ভাররা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হাসেম আলী ও চারঘাটের কালোহাটি গ্রামের মৃত: এন্তাজ আরীর ছেলে শরিফুল ইসলাম। এবিষয়ে রাণী নগর থানায় একটি মামলা হয়েছে।
