আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :–
নাসিরনগরে খুঁটি ভেঙ্গে পড়ায় তিনদিন যাবৎ বিদুৎবিহীন ছিল। শনিবার রাতে উপজেলায় প্রচন্ডবেগে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ১টি খুঁটিসহ ঘর বাড়ি,ধান ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রচন্ড ঝড়ে শাহবাজপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে নাসিরনগর বিদ্যুৎ সঞ্চালনের ৩৩ কেভি লাইনের ৩ টি খুঁটি ভেঙ্গে পড়ায় শনিবার রাত থেকে আজ মঙ্গলবার রাত ৭ টা পর্যন্ত প্রায় তিন দিন ধরে নাসিরনগর বিদ্যুৎবিহীন ছিল। তবে মাঝে মধ্যে বিকল্প লাইনে উপজেলা সদরে লো-ভোল্টেজের বিদ্যুৎ দিলেও উপজেলার বিভিন্ন এলাকা ছিল অন্ধকারে। এ ব্যাপারে সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর) ) সিদ্দিকুর রহমান তালুকদার জানায়, প্রচন্ড ঝড়ে শাহবাজপুর এলাকায় নাসিরনগর বিদ্যুৎ সঞ্চালনের ৩৩ কেভি লাইনের ৩ টি খুঁটি ভেঙ্গে পড়ায় শনিবার রাত থেকে নাসিরনগর উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইন বন্ধ ছিল।