কামরুজ্জামান জনি, কুমিল্লা:–
কুমিল্লা রেল স্টেশনে দুর্বৃত্তদের হামলায় মঙ্গলবার ভোরে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধুলী ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনে এসে থামলে ২০/২৫ জন যুবক লাঠি, রড ও অস্ত্র নিয়ে এসে ট্রেন থেকে কয়েকজনকে নামিয়ে গণপিটুনি দেয়। এতে ওই যুবকসহ সাতজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ওই যুবকসহ দু’জনকে রাতে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে কুমেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, আহত অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এদিকে, এ ব্যাপারে কুমিল্লা রেলস্টেশনে দায়িত্বরত জিআর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, এমন কোনো হামলার বিষয়ে তার জানা নেই। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘‘কুমেক হাসপাতালে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার পরিচয় ও মৃত্যুর বিষয়ে কিছুই জানা জায়নি।”
