জেহাদ হোসেন খোকন :–
মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খান। রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আমিরুল আলম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন বিজিবির সুবেদার নিজাম উদ্দিন, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মাস্টার, প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য জহিরুল হক ভূইয়া, শাহ আলম, প্রধান শিক্ষক জামশেদ আলম ভূইয়া, সুপার মাওঃ শহিদুর রহমান, সুপার মাওঃ জামালুল হক, প্রধান শিক্ষক রেজাউল করিম ডালিম, প্রধান শিক্ষক মনির হোসেন, নুরে আলম সহ শিক্ষক, জন প্রতিনিধি সহ এলকার গণ্যমান্য ব্যক্তিগণ সভায় অংশগ্রহন করেন।