জেহাদ হোসেন খোকন :–
মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৪টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৩শ ৯৯ জন ভোটারের মধ্যে ৩শ ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচিত প্রার্থীরা হলেন- ডাঃ গাজী কুদ্দুছুর রহমান (২২১ ভোট), মোঃ হুমায়ুন কবির (১৯২ ভোট), নওশের আলী (১৭৯ ভোট) ও মোঃ হানিফ (১৬৯ ভোট)। নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খান, রাজাপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোখলেছুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ শাহজাহান চেয়ারম্যান। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাছান। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল কাদের, আবদুল হালিম, ফেরদৌস আলম, জাকির হোসেন, আবদুর রশিদ ও মোঃ ডালিম। সার্বিক সহযোগিতায় ছিলেন পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আবদুল অহিদ সহ বিদ্যালয়ের শিক্ষক ও এডহ্ক কমিটির নেতৃবৃন্দ।