ঢাকা :–
হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
জানা গেছে, রোববার রাতে শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের উচ্ছেদ অভিযানের পর থেকে শীর্ষ নেতাদের আটকের জন্য অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই ধারাবাহিকতায় রাতে ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে জুনায়েদ বাবুনগরীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আল মামুন জানান, জুনায়েদ বাবুনগরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে রাতে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে জিজ্ঞাসাবাদে যদি সত্য প্রমাণিত হয় তাহলে তাকে মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।