কামরুজ্জামান জনি, কুমিল্লা:–
সোমবার কুমিল্লায় বিএনপির শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। জানা গছে, সোমবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী বিশ্বরোড চৌরাস্তায় অবরোধ কর্মসূচি পালনের অংশ হিসাবে সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে খন্ড খন্ড মিছিল করে। এক পর্যায়ে মহাসড়কের কোটবাড়ী রোডে ইট, পাথর ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিএনপির কর্মীরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচলে বিঘন সৃষ্টি হয়। পরে পুলিশ এসে নেতাকর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, সোমবার সকালে কাঁচপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পেয়ে কুমিল্লায় সংঘর্ষের আশঙ্কায় দাউদকান্দি টোলপ্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সার্জন মো. আসাদ জানান, কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের ফাঁড়িতে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হামলা করায় আমরা সর্তক অবস্থানে রয়েছে।
