ঢাকা:–
লালবাগ মাদরাসায় হেফাজতে ইসলামের ঢাকা কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ লালবাগে যান।
এ সময় হেফাজতের নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পুলিশ অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি জানান, পুলিশ খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মাওলানা ফখরুল ইসলামকে খুঁজছে। ধারণা করা হচ্ছে, তাদের গ্রেফতার করতে পারে পুলিশ।
লালবাগে হেফাজতের সংবাদ সম্মেলনের কথা রয়েছে। তবে এখন পর্যন্ত হেফাজত নেতারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলছেন না। লালবাগ মাদ্রাসাতেই হেফাজতের আমির আল্লামা আহমদ শফী অবস্থান করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, রোববার রাতে মতিঝিলের শাপলা চত্বরে সাঁড়াশি অভিযান চালিয়ে অবস্থান নেয়া হেফাজত কর্মীদের সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।