ঢাকা :–
বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চ্যানেল দু’টির সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিটিআরসি।
সোমবার ভোরের দিকে (৪টার পরে) পুরানা পল্টনের ১৬৬, সৈয়দ নজরুল ইসলাম সরণীর আল-রাজী কমপ্লেক্সে দিগন্ত টেলিভিশনের অফিসে গিয়ে এর সম্পচার বন্ধ করে দেন বিটিআরসি’র কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দিগন্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবীর সুমন জানান, রাত ৪টার দিকে আইন-শঙ্খলাবাহিনীর লোকজন এসে পিসিআর-এ ( মাস্টার কন্ট্রোল রুমে) ঢুকে সুইচ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর কিছু যন্ত্রপাতিও জব্দ করে নিয়ে যায়। তাদের সঙ্গে বিটিআরসি’র কর্মকর্তারাও ছিলেন।
তবে কী কারণে এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
অন্যদিকে ইসলামিক টেলিভিশনের সম্প্রচারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই চ্যানেলটিরও কিছু যন্ত্রপাতি জব্দ করে নেওয়া হয়েছে।