ঢাকা :–
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কঙ্কাল’ গল্পের ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে নাটক ‘ছায়ানারী’। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে এ বিশেষ নাটক। নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ।
নাটকে অভিনয় সম্পর্কে প্রভা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কঙ্কাল’ গল্পের ছায়া অবলম্বনে এই নাটক নির্মাণ করা হয়েছে। একশ’ বছর আগের এক মেয়ের গল্প নিয়ে নাটকটি। নাটকে একটি কঙ্কাল ব্যবহার করা হয়েছে। আশা করি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভা, ডেইজি আহমেদ, নওসাবা, শাহাদাৎ, লাকী এবং একটি অতিথি চরিত্রে তাজিন আহমেদ।
নাটকটি বাংলাভিশনে প্রচার করা হবে আগামী ৮ মে রাত ৯টা ০৫ মিনিটে।