ঢাকা:–
খাবার নিয়ে হেফাজতের পাশে দাঁড়াতে ঢাকাবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যা সাতটায় দলের নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদার পক্ষে এ আহ্বান জানান দলটির মুখপাত্র শামসুজ্জামান দুদু।
হেফাজতে ইসলামের ওপর সরকারের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “হেফাজতে ইসলামের যেসব কর্মী ঢাকায় এসেছেন, তারা মুসাফির। তারা আমাদের অতিথি। আসুন, যার যা সম্ভব খাবার-দাবার নিয়ে তাদের পাশে দাঁড়াই।”
পুলিশ বাহিনীকে উদ্দেশ করে দুদু বলেন, “যারা ঢাকায় এসেছেন তাদের অনেকে আপনার ভাই। তাদের ওপর গুলি ছোড়া এবং হত্যা বন্ধ করুন।”
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “দেশনেত্রী শনিবার আহ্বান জানিয়েছেন, আসুন আমরা আলোচনায় বসি। তত্ত্বাবধায়ক নিয়ে আপনাদের আপত্তি থাকলে নিরপেক্ষ সরকারের ঘোষণা দিয়ে আলোচনায় আসুন। তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাব।