জেহাদ হোসেন খোকন:–
রোববার সিবিএইচসি ও আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) এর উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পর্যায়ে ২ দিন ব্যাপী কমিউনিটি গ্রুপের প্রশিক্ষণ পীরযাত্রাপুর ইউপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম খান। পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জাহের এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণের প্রশিক্ষক বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু মোহাম্মদ, প্রশিক্ষক এফপিআই মিয়া শাহ-আলম, বীর মুক্তিযোদ্ধা মিয়া হুমায়ুন কবির, জহিরুল হক (আবু) ভূইয়া, ফজলুল হক (সহিদ), ইউপি মেম্বার যথাক্রমে আবদুল হক, আবু তাহের ও হারুনুর রশিদ প্রমুখ।
