মোঃ কামরুজ্জামান জনি, কুমিল্লা:–
কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি, প্রাণী সম্পদ প্রযুক্তি এবং বীজ মেলা। শনিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা টাউনহল মাঠে মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। দুপুরে মেলা উপলক্ষে নগরীর টাউনহল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ ও জেলা কৃষি বিভাগের উপ পরিচালক আবু রাশেদসহ আরো অনেকে। বক্তারা তাদের আলোচনায় মেলার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। কৃষি সম্প্রসারণ ও প্রাণীসম্পদ অধিদপ্তর আয়েজিত এ মেলায় ৩০টি স্টল স্থান পায়। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মোক্ত থাকবে। মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।