মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
চান্দিনা উপজেলা সদরের ব্যবসায়ীরা চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে। শনিবার দুপুরে (৪ মে) প্রচন্ড কালবৈশেখী ঝড় হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় ছিল কম। কিন্তু এরই মধ্যে চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পরে ব্যবসায়ীরা। বিকেলে ৪টি হাতি নিয়ে একদল অসাধু ব্যক্তি ব্যবসায় প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে। এসময় কোন ব্যবসায় প্রতিষ্ঠান তাদের হাত থেকে রক্ষা পায়নি। ১০-৫০ টাকা পর্যন্ত চাঁদা তুলা হয়। ১০টাকার কম দিলে টাকা নেওয়া হয়নি। এদিকে দুপুরে একদল হিজরা বাজারে চাঁদা তুলে। একই দিন সকালে একটি মাজারের নামে সিএনজি অটোরিক্সা যোগে মাইকিং করে টাকা তুলেন এক ব্যক্তি। ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ওই চাঁদা তুলা হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ক্রয়-বিক্রয় ভাল না হলেও নানা কারনে চাঁদা দিতে বাধ্য হয়েছেন তারা।