মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা:–
চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. তাজুল ইসলাম (৩৩) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চান্দিনা থানার এস.আই বিপুল দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার (৩ মে) দুপুরে তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়। সে পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার চান্দিয়ারচর গ্রামের নূরুল ইসলাম ওরফে রেনু মিয়ার ছেলে। তার কাছ থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
