কুমিল্লা প্রতিনিধি:–
কুমিল্লা জেলা সামজিক বন বিভাগের কুমিল্লা সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তারা ১শ ঘনফুট চোরাই কাঠ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ফরেস্ট ডেপুটি রেঞ্জার কে এম এনামুল ও ফরেস্টার তমিজ উদ্দিনসহ কর্মচারীগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেল গেইট এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রা ড-১৪-৪৫৮০) তল্লাশী করে বন বিভাগের চোরাই ১শ ঘনফুট রদ্দা সেগুন ও গোল কাঠ সহ দু জনকে আটক করে। আটক কৃত কাঠের মূল্য প্রায় দেড় লাখ টাকা।আটকৃত ব্যক্তি আশরাফুল ও মোস্তফা কাঠগুলো বড়ইর হাট থেকে কুমিল্লার গৌরীপুর নিয়ে যাচ্ছিল।
