সমাজবাদী পার্টির টিকিটে দুবার উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু অমর সিংহের সঙ্গে মুলায়ম সিংহ যাদবের পার্টি ছেড়েছেন। এবার জয়াপ্রদা কি কংগ্রেসে যোগদান করছেন?
বলিউড থেকে রাজনীতিতে আসা অভিনেত্রীর সঙ্গে গত সপ্তাহে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বৈঠককে কেন্দ্র করে এ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এও শোনা যাচ্ছে যে, জয়াপ্রদা এবার নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশে ফিরছেন এবং সেখানকার কোনো কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ২০১৪-র সাধারণ নির্বাচনে লড়তে পারেন।
কিছুদিন ধরেই ঘনিষ্ঠ মহলে তাকে বলতে শোনা যাচ্ছে, “আমি অন্ধ্রের রাজনীতিতে ফিরছি। কোন দলে যোগ দেব, তা শিগগিরই জানাব। সূত্র: ওয়েবসাইট।