ঢাকা:–
আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘স্টার ক্রিকেট ক্লাব’। শুক্রবার শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে নতুন এ ক্লাবটির উদ্বোধন হবে।
ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী জানিয়েছেন, “ছেলে ও মেয়ে দুই ধরনের দল গড়ার পরিকল্পণা আছে তাদের। ক্লাব কর্তৃপক্ষের প্রধান উদ্দেশ্যই হলো মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নেয়া।”
ক্লাবটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও বর্তমান এ্যাডহক কমিটির সদস্য জালাল ইউনুস, সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক ও বর্তমানে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতাহার আলী খান ও জাতীয় দলের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক।