ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছে। তারা হলো প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদত হোসেন ও দেশটিভির জেলা প্রতিনিধি মাসুক হৃদয়।
আহতরা জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে নাসিরসগর থেকে মোটর নাইকেলযোগেজেলা সদরে ফেরার পথে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের নাসিরনগরের কুন্ডা সেতুর কাছে সড়কের ওপর দাড়ানো একটি পন্যবাহী ট্রাকটরকে অতিক্রম করতে গিয়ে তাঁরা দুর্ঘটনার শিকার হন। পরে দুই সাংবাদিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুই জনেরই বা পায়ের হাড় ভেঙ্গে গেছে। এছাড়া দুজনেই হাত ও মুখমন্ডলে আঘাত পেয়েছে।
