ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:–
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতুলী ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাত আটটায় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাতে কাউতুলী ব্রিজের কাছে ঢাকা একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার এবং প্রাইভেট কারসহ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জহির (২৪) ও মোস্তফা নামের দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় মামলা হয়েছে।