মতলব প্রতিনিধি:–
মতলব সরকারি হাসপাতালের জরুরী প্রসুতী বিভাগের ভবনে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। যেকোন মুহূর্তেই দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গত ৩০ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ ভবনের ফাটল দেখে জরুরী প্রসুতী বিভাগের কার্যক্রম তাৎক্ষণিক মুহূর্তে স্থানান্তর করে হাসপাতালের মূল ভবনে নিয়ে আসে। প্রসুতী বিভাগে ৬টি বেড রয়েছে ওই বেডগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। জানা যায়, জরুরী বিভাগের প্রসুতী সেবা কার্যক্রমের জন্য এই ভবনটি আইসিডিডিআরবির সহযোগীতায় ২০০০ সালে নির্মাণ করা হয়। যার ব্যায় আনুমানিক ১ কোটি টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন-ভবনটি খালের উপর নির্মিত হওয়ায় এ ফাটল দেখা দিয়েছে।
