ঢাকা :–
স্পেনিশ ক্রীড়া দৈনিক ‘এএস’ ও ‘মার্কা’র দাবি মারিও বালোতেল্লি বলেছেন, রিয়াল মাদ্রিদ যদি ডর্টমুন্ডের বিপক্ষে জিততে পারে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নাম লেখাতে পারে তবে তিনি তার বান্ধবীকে ওই দলের খেলোয়াড়দের উৎসর্গ করবেন।
তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছে বালোতেল্লির মুখপাত্র। এসি মিলানের ওয়েবসাইটে বিষয়টির সত্যাসত্য যাচাই করতে গিয়ে তিনি বলেন, “পুরো বিষয়টি ডাহা মিথ্যা। স্পেনের পত্রিকাগুলো কোন সূত্র থেকে এ কথা বলছে তা তারাই জানে। মারিও কখনোই এমন কথা বলেননি। কিন্তু সাংবাদিকরা যাচাই-বাছাই না করেই বিষয়টি সামনে নিয়ে আসেন।” সূত্র: এএস ও ইয়াহু স্পোর্টস।