কুমিল্লা:–
চট্টগ্রামের সঙ্গে কুমিল্লা-সিলেট ও ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে।প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চলাচল শুরু হয়।
এর আগে কুমিল্লার দৌলতপুর রেলক্রসিং এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রামের সঙ্গে কুমিল্লা-সিলেট ও ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেল স্টেশন মাস্টার আবুল হোসেন সাংবাদিকদের জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সোয়া ১২টার দিকে কুমিল্লা রেল স্টেশন হয়ে চট্টগ্রাম যাওয়ার পথে সদর দক্ষিণের দৌলতপুর এলাকায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।