মো. হাবিবুর রহমান, মুরাদনগর থেকে:–
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা গ্রামে প্রতিষ্ঠিত মাইলস্টোন প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। দারোরা দ্বীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন শ্রীকাইল কলেজের অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জিত কুমার দাস গুপ্তের সভাপতিত্বে স্কুলের অধ্যক্ষ মিন্টু রঞ্জন কর্মকারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান, মাস্টার হরে কৃষ্ণ দে, জহিরুল হক মেম্বার, মফিজুল ইসলাম মেম্বার ও মাওলানা জাকারিয়া ও আবুল কাসেম। মনমুগ্ধকর উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব ১৮জনসহ মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র, এককালীন বৃত্তি ও পুরস্কার তুলে দেয়া হয়।