মোঃ আমির হোসেন আমু দেবিদ্বার:–
কুমিল্লার দেবিদ্বারে ষষ্ঠ শ্রেনীর চার স্কুল ছাত্রীর শ্লীলতা হানীর চেষ্টার অভিযোগে হানিফ সরকার(২৬) নামে এক বখাটে যুবককে ভ্রাম্যমান আদালত ৮মাসের কারাদন্ড দিয়েছে। মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই কারাদন্ডের রায় প্রদান করেন।
প্রত্যক্ষ দর্শিরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর চার শিক্ষার্থী স্কুলে আসার পথে উপজেলা পরিষদের দক্ষিণ গেইটে পূর্ব থেকে উৎপেতে থাকা উপজেলার বারুর গ্রামের মুকবল হোসেন সরকারের পুত্র বখাটে হানিফ সরকার তাদের পথ আগলে চার ছাত্রীর স্পর্শকাতর স্থানগুলোতে খামচে ধরে। এসময় তাদের সূর চিৎকারে আশপাশের লোকজন বখাটে হানিফকে গনধোলাই দিয়ে স্কুলে এনে আটক করে রাখে। ঘটনাটি জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুন-অর-রশীদ ও দেবিদ্বার থানা অফিসার ইনর্চাস(ওসি) এসএম বদিউজ্জামান একদল পুলিশ নিয়ে স্কুলে হাজির হন। পরে ওই বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে স্বাক্ষি প্রমান গ্রহন ও আটক হানিফ অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ বিনাশ্রমে আট মাসের কারাদন্ডের রায় প্রদান করেন।