মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া :–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের পাঁচ পীর মাজারের কাছ থেকে ২৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্বার করে র্যাব-১১ সদস্যরা। জানা গেছে র্যাব-১১ এর ডিএডি আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিয়ান চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় চটের ব্যাগের ভিতর থেকে ২০০বোতল ফেনসিডিল ও ১০৬ বোতল বিয়ার উদ্বার করে। এসময় পাচারকারীগণ অনুপস্থিত থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে জিডি করেছে।