কুমিল্লার মুরাদনগরের বিএনপির ৩৮ নেতাকর্মী জামিন লাভ

মোঃ মোশাররফ হোসেন মনির,মুরাদনগর :–

মুরাদনগর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধাররন সম্পাদক কামাল উদ্দিন ভূইয়া সহ বিএনপির ৩৪ নেতাকর্মী বিস্ফোরক মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ মার্চ বিএনপির ডাকা সারাদেশ ব্যাপি হরতাল চলাকালে উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর রোডে ককটেল বিস্ফোরনের কাল্পনীক ঘটনা সাজিয়ে উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক কামাল উদ্দিন ভূইয়া, বিএনপির নেতা ওমর আলী, বদির, বাবুল, আলাউদ্দিন, মাসুদ রানা, সোহাগ,মাছুম মুন্সি সহ বিএনপি,র ৩৯ জনের নাম উলেক্ষসহ অজ্ঞাত ১৫ জনের নামে মুরাদনগ থানা পুলিশ বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। আজ মঙ্গলবার বিকেলে উচ্চ আদালতে ১৬ নং ব্যাঞ্চের বিচারপতী রেজাউল করিম ও বিচারপতী গুবিন্দ চন্দ্র ঠাকুরের আদালত ৩৪ জনের উপস্থিতিতে জামিন মুঞ্জুর করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মাহাবুব আলম কাউছার। এ মামলায় আলমগী নামের এক কর্মী জেল খানায় ও অপর এক জন আসামী উপস্থিত না থাকায় এ দু,জনের জামিন হয়নি।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply