সাইফুল ইসলাম,নাঙ্গলকোট:–
কুমিল্লার নাঙ্গলকোট স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবীতে নাঙ্গলকোট উপজেলা নাগরিক কমিটি এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার নাঙ্গলকোটে আধাবেলা হরতাল পালিত হয়েছে। হরতালে নাঙ্গলকোট থেকে সি এন জি চালিত অটো রিক্সা সহ কোন ধরণের যানবাহন যাতায়াত করতে দেখা যায়নি। নাঙ্গলকোট পৌর সদরের ব্যাংকগুলোতে সকালে লেনদেন বন্ধ এবং দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়।
জানা যায়, বিগত ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশন নাঙ্গলকোটের স্বতন্ত্র সংসদীয় আসন ভেঙ্গে নাঙ্গলকোটের ১২টি ইউনিয়ন এবং সদরদক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে নোয়াখালীর সেনবাগ থেকে শুরু করে কুমিল্লার লালমাই পর্যন্ত প্রায় ৭২কিলোমিটার ব্যাপী (কুমিল্লা-১০) বিশাল সংসদীয় আসন ঘোষণা করে। বিশাল সংসদীয় আসন ঘোষণা করায় দু’উপজেলার এলাকাবাসী অভিভাবকত্বহীন এবং উন্নয়ন কর্মকান্ডে বঞ্চিত সহ প্রশাসনিক হয়রানি ভোগ করে আসছিলেন। এলাকাবাসীর দীর্ঘ আন্দোলনের ফলে বর্তমান নির্বাচন কমিশন এলাকার জনগণের দুর্ভোগ ও বঞ্চনার বিষয়টি অনুধাবন করে নাঙ্গলকোট উপজেলা নিয়ে কুমিল্লা-১০ পৃথক সংসদীয় আসন ঘোষণা করে।