ঢাকা :–
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানা ও চার গার্মেন্টস মালিকের যাবতীয় সম্পদ হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। গার্মেন্টস মালিকেরা হলেন-গার্মেন্টস কারখানা নিউ ওয়েভ বটমসের মালিক মাহবুবুর রহমান তাপস, নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদ আদনান, ফ্যানটম আ্যাপারেলসের মালিক আমিনুল ইসলাম এবং ইথারটেক্সের মালিক আনিসুর রহমান।
মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের বিষয়ে শুনানি শেষে এ নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে ভবন মালিক সোহেল রানা ও ভবনটিতে থাকা চারটি পোশাক কারখানার মালিকসহ গ্রেফতার হওয়া পাঁচজনকে আদালতে হাজির করা হয়। গত বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তাদের আদালতে হাজির করতে।