ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়া খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা একটি ভবনে ফাটল দেখা দিয়েছে।
সোমবার সকালে এ ফাটল বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই তিন তলা ভবন থেকে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের পূর্ব পাশের এ ভবনটিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কয়েক’শ শিক্ষার্থীর ক্লাস ছিল। ২০০৮ সালে এ ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির উত্তরাংশ, পেছনের অংশ এবং সম্মুখ অংশসহ বিভিন্নস্থানে ফাটল দেখা দিয়েছে।
খ্রিস্টান মিশনের কর্মকর্তা এনটন প্রকাশ অধিকারী জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মিশন হাসপাতাল ও স্কুল ঘুরে দেখার সময় বিদ্যালয় ভবনে এ ফাটলটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তাদের হেড অফিসে জানান। এরপর তাদেরকে ওই ভবনের শিক্ষার্থীদের অন্যত্র ক্লাশ নিতে বলা হয়।
ঢাকা থেকে প্রকৌশলীরা এসে এটি দেখবেন বলে জানান তিনি।