কুমিল্লার দুই উপজেলায় মঙ্গলবার হরতাল

স্টাফ রিপোর্টার:–

মঙ্গলবার কুমিল্লার দুই উপজেলায় আধাবেলা হরতাল পালন করবে ‘দাবি আদায়ের সংগঠন ঐক্য সংহতি পরিষদ’ নেতৃবৃন্দ। ৩ দফা দাবিতে তারা ২৯ এপ্রিল নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন এবং পরদিন মঙ্গলবার জেলার সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা এলাকায় এ হরতাল আহবান করে।

এসব দাবির মধ্যে রয়েছে-সদর দক্ষিণ উপজেলাভিত্তিক কুমিল্লা-৮ (সাবেক কুমিল্লা-৯) ও নাঙ্গলকোট উপজেলাভিত্তিক কুমিল্লা-১০ সংসদীয় আসন এলাকা বহাল রাখাসহ এক্ষেত্রে ভৌগোলিক সীমানা ও ভোটার সংখ্যার সামঞ্জস্যতা রক্ষা করা এবং এ দাবিতে আন্দোলনরত নেতা হাফেজ বিল্লালের নিঃশর্ত মুক্তিসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা।

সদর দক্ষিণ উপজেলার ঐক্য সংহতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুজ্জামান ও সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল হরতালের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দুই নির্বাচনী এলাকা ২০০৮ সালের নির্বাচনের আগে পুনর্বিন্যাসের নামে বিভক্ত করে দেয়া হয়েছে।

বিলুপ্ত কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী সোমবার সকালে সাংবাদিকদের বলেন, সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত সাবেক কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর বর্তমান নির্বাচন কমিশন সদর দক্ষিণকে অখণ্ডিত রেখে কুমিল্লা-৮ নির্বাচনী এলাকা ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে কুমিল্লা-১০ পৃথক নির্বাচনী এলাকা ঘোষণা করে। কমিশনের ওই ঘোষণার পর জনগণের সাথে সম্পর্কহীন সরকারি ও বিরোধীদলীয় কয়েকজন মতলববাজ নেতা আবারো সদর দক্ষিণ উপজেলাকে বিভক্ত করার প্রস্তাব দিয়েছেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply