মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া :–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে ২৮ এপ্রিল রবিবার বিকেলে ৫ বস্তায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা র্যাব-১১ এর সদস্যরা। জানা যায়, কুমিল্লার র্যাব-১১ এর ডিএডি মোঃ ইব্রাহিম মিয়া সঙ্গীয় ফোর্স রবিবার বিকালে উপজেলার মাধবপুর এলাকায় টহলরহ অবস্থায় মাধবপুর বাসস্ট্যান্ড এর উত্তর পাশে জমিতে পরিত্যক্ত অবস্থায় ৫টি বস্তা দেখতে পায়। পরে ওই বস্তা তল্লাশী করে ৫বস্তায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে তারা। এসময় পাচারকারীগণকে খুজে পায়নি র্যাব। এ ব্যাপারে র্যাবের ডিএডি ইব্রাহীম মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেছে।