ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাতকড়াসহ শাকিল আহম্মেদ (২৫) নামের এক আসামি পালিয়েছে। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় থেকে শাকিল পালিয়েছে। শাকিল বিজয়নগর উপজেলার চান্দি গ্রামের খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান দুপুরে বিজয়নগন থানার নুর উদ্দিন ও মোহাম্মদ মির্জা নামের দুই পুলিশ সদস্য (কনষ্টেবল) বিজয়নগর থানা থেকে হাতকড়া পড়িয়ে শাকিলকে সড়ক পথে জেলা সদরের আদালতে নেওয়ার সময় বিশ্বরোড মোড়ে পৌছলে দুপুর আড়াইটার দিকে হাতকড়া নিয়ে শাকিল পালিয়ে যায়। শাকিল একটি ডাকাতি মামলার আসামি।
বিজয়নগর থানার ওসি রসুল আহম্মদ নিজামি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।