মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে আগামী ২ মে চান্দিনায় শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার (২৯ এপ্রিল) বিকেলে প্রস্তুতি সভা করেছে সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম ভূইয়া। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা হেফাজতে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, প্রফেসর মোখলেছুর রহমান, মুফ্তী ইয়াহ্ ইয়া রাশেদ, মাওলানা ইয়াছিন জাফরী, মাওলানা আবুল কালাম কাসেমী, আলহাজ্ব মোস্তফা কামাল, মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।