জামাল উদ্দিন স্বপন:–
কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আবদুল জলিল (৬৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। তিনি উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আলী আকবর কবিরাজের ছেলে। ৬ দিনেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের কান্না থামছে না।
জানা গেছে, আবদুল জলিল লুঙ্গি ও গেঞ্জি পরে গত ২৪ এপ্রিল সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও গতকাল সোমবার পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এব্যাপারে জলিলের ভাই আবদুল খালেক বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।
