মাসুমুর রহমান মাসুদ:–
কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। সোমবার (২৯ এপ্রিল) ভোরে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, মেসার্স রাসেল ষ্টোরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পাশ্ববর্তী আরও ৪টি প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পরে। এসময় মো. আবদুল হালিম এর মালিকানাধীন মেসার্স রাসেল ষ্টোর নামক একটি মুদি ষ্টেশনারী দোকান, লোনা ভরসা সঞ্চয় ও ঋণ দান সমিতি, মাল্টিসোস্যাল সমবায় সমিতি, লোনা ও ভেরুনিয়া যুব উন্নয়ন সমবায় সমিতি লি. এর কার্যালয় এবং আবদুল মতিনের মালিকানাধীন একটি খাবার হোটেল ভষ্মিভূত হয়। এলকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু ইতোমধ্যে ওই ৫টি প্রতিষ্ঠানের সর্বস্ব পুড়ে যায়। চান্দিনা ফায়ার স্টেশনের একটি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সাহায্য করে।