মাসুমুর রহমান মাসুদ:–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি সিনামাহল এলাকা থেকে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ মোসাম্মৎ হাসি বেগম হাসু (৩০) নামক এক মহিলাকে আটক করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত রৌশন আলী’র স্ত্রী।
চান্দিনা থানার এএসআই মো. আবদুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটককৃতকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।