সাইফুল ইসলাম,নাঙ্গলকোট (কুমিল্লা)প্রতিনিধি:–
নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা অনুযায়ী নাঙ্গলকোট উপজেলা (কুমিল্লা-১০) স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তাবায়নের দাবিতে সোমবার নাঙ্গলকোট উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে ডিগ্রী কলেজ গেটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক ও রাজনীতিবিদ এ কে এম নুরুল আফছার নয়নের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠার রূপকার ও নাগরিক কমিটির আহবায়ক আলহাজ্ব ছাদেক হোসেন চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজনীতিবিদ আনোয়ার হোসেন ছোট নয়ন। এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, মাওলানা শামছু, ইস্রাফিল খাঁন, মাঈন উদ্দিন মিন্টু প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা- স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়নের দাবীতে আন্দোলন কর্মসূচীর ধারাবাহিকতায় আগামী কাল মঙ্গলবার সর্বদলীয়ভাবে নাঙ্গলকোটে হরতাল পালন করার জন্য আহবান জানান ।