মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া:–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা এলাকায় গত ২৭ এপ্রিল শনিবার জুয়া খেলার অপরাধে দুই জুয়ারীকে আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরন করেছে পুলিশ।
জানা যায়, গত শনিবার ২৭ এপ্রিল বিকালে উপজেলার দক্ষিন চান্দলা বাজারের পুর্ব পাশে পুকুরের পাশের জমিতে বসে জুয়া খেলার সময় টহলরত ব্রাহ্মণপাড়া থানার এসআই সেলিম আল দ্বীন ও সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে। এসময় দক্ষিণ চান্দলা গজারিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে হুমায়ন কবির(৪৬) ও একই গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে হারুনুর রশীদ(৫২) কে জুয়া বোর্ডের নগদ অর্থসহ আটক করে থানায় নিয়ে আসে। গতকাল ২৮ এপ্রিল সকালে তাদের উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের উভয়কেই ১৫ দিন করে কারাদন্ডাদেশ প্রদান করেন আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান।