—–মোঃ জালাল উদ্দিন
ওরা ছয়জনে
বড় জ্বালাতন করে
প্রতিটি ক্ষণে ক্ষণে!
আমাকে বাঁচাও প্রভু-
শক্তি নেই কভু
তব দয়া বিনে।
সহজ-সরল পথের
কাটা ওরা,
সত্য-ন্যায়ের দুশমন;
বন্ধুর বেশে-
আবেশে জড়ায়ে
ধ্বংসে মানব জীবন।
ধরা-ছোঁয়ার বাইরে
বসি’ হৃদয়-মন্দিরে
চালায় আপন কর্ম;
বুঝে না মানব
বন্ধু ভেবে সব
করে পন্ড শ্রম।
মহামানবের কাছে
অতি তুচ্ছ ওরা
নতশিরে হার মানে।
অথচ ওরা ছয় জন-
মোদের বড় দুশমন;
চুম্বকের মত টানে।
সাধকের সাধনার পথে
বড় জঞ্জাল ওরা
বরবাদ করে সৌন্দর্য।
ওরা ছয় জন-
কাম, ক্রোধ, লোভ,
মোহ, মদ, মাৎসর্য।
———
আঃ রাঃ মোঃ জালাল উদ্দিন
গ্রামঃ বড়ইয়াকুড়ি, পোঃ জাহাপুর
উপজেলাঃ মুরাদনগর, জেলাঃ কুমিল্লা।
মোবাইল নম্বরঃ ০১৮১৯-৬০৩৮০২