শাহিন জামান, বরুড়া (কুমিল্লা):–
কুমিল্লার বরুড়ায় রোববার উপজেলা অফিসার্স ক্লাবে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসান অর্থ মন্ত্রনালয় বিভাগে বদলি হওয়ায় বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক মত বিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানিয়া আক্তার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানেবক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ রেজাউল আহসান, বরুড়া উপজেলার চেয়ারম্যান হাফিজ আহমদ, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, প্রকল্প কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক সর্দার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিল্লাল হোসেন মজুমদার, বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আইয়ুব আলী, বেগম জহিরা মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল কুদ্দুস সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সামাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুনুর রশিদ। মত বিনিময় সভায় প্রশাসনের সকল কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জেলা প্রশাসকের কুমিল্লা কর্ম জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক বরুড়া মানুষের আতিথিয়তায় মুগ্ধ হয়ে বরুড়াকে চিরদিন স্মরণ রাখবেন বলে বক্তব্য তুলে ধরেন। মত বিনিময় শেষে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সামাদ, সাংবাদিক ইলিয়াছ আহমদ, সদস্য বখতার হোসেন।