মোঃ কামরুজ্জামান জনি, কুমিল্লা:–
কুমিল্লা চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকায় রোববার সকালে ট্রাকের চাপায় আব্দুল জব্বার (৫৬) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
জানা গেছে উপজেলার আমানগন্ডা বিওপি’র বিজিবির নায়েক সুবেদার আব্দুল জব্বার (৫৬) ও সিপাহী হাবিব (২৩) মোটর সাইকেল যোগে এক চোরাচালানির অভিযান পরিচালনা করার জন্য বের হলে ইট বোঝাই একটি ট্রাক আড়াআড়িভাবে মোটরসাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলে নায়েক সুবেদার আব্দুল জব্বার নিহত হন। এসময় অপর সিপাহী হাবিব আহত হন। আহত সিপাহী হাবিবকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।