কামরুজ্জমান জনি, কুমিল্লা:–
কুমিল্লা মহানগরীর রেটিনা কোচিং সেন্টারের নির্বাহী পরিচালকসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার দুপুরে নগরীর লাকসাম রোডের রেটিনা কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-রেটিনা কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক সাজিদ, শিক্ষক আনোয়ার হোসেন ও ইসমাঈল।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মহসিন খান জানান, আটককৃতরা জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তাদের বিকেলে আদালতে পাঠানো হয়েছে।