মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা:–
চান্দিনা উপজেলার সদর থেকে মোটরসাইকেল চোরচক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত কবির হোসেন মান্নান (২৭) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মাইজকান্দি গ্রামের সেকান্দর আলীর ছেলে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আটককৃত কবির চান্দিনা থানা রোড এলাকায় অবস্থিত চান্দিনা মেডিকেল সেন্টার এর সামনে থেকে ওই হাসপাতালের মালিকানাধীন একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া করে তাকে আটক করে। তার কাছ থেকে মোটরসাইকেলের একাধিক চাবি উদ্ধার করা হয়। চান্দিনা থানার এসআই সুলতান আহম্মেদ জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।