চাঁদপুর প্রতিনিধি:–
চাঁদপুরের মতলব উত্তর মুক্তিরকান্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধসে শিশু শ্রেণীর আট শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতরা হলো মিলি আক্তার, শান্তা আক্তার, পলি আক্তার, মুক্তা আক্তার, নুসরাত, আসিক, আশরাফুল ও আলো আক্তার।
এদের প্রত্যেকের বয়স পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর। আহতদের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল নয়টা ৪৫ মিনিটে হঠাৎ করে স্কুলের শিশু শ্রেণীর ফ্লোর দেবে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে।
নিম্নমানের বালু-সিমেন্ট দিয়ে এবং সয়েলটেস্ট না করে ২০০৮-৯ অর্থবছরে এই বিদ্যালয়টি নির্মাণ করা হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। বর্তমানে বিদ্যালয়ের কর্তৃপক্ষ পাশের একটি পুরাতন বিল্ডিংয়ে ক্লাস নিচ্ছে।
নতুন বার্তা/এএস/জবা