ঢাকা :–
নামাজরত অবস্থায় মসজিদ থেকে কথিত চরমপন্থি গ্রুপ খোঁজার কথা বলে ১৪০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে রাশিয়ায়। কর্মকর্তারা জানিয়েছেন, চরমপন্থি সন্দেহে রাজধানী মস্কোর একটি মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়।
আল-জাজিরার খবরে বলা হয়, আটককৃতদের মধ্যে ৩০ জন বিদেশী নাগরিকও রয়েছেন। তবে তারা কোন কোন দেশের তা নির্দিষ্ট করে বলা হয়নি। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আটকের পর সবাইকে লাইন ধরে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
তবে আটককৃতদের মধ্যে যুক্তরাষ্ট্রের বোস্টন হামলার সঙ্গে সংশ্লিষ্ট কোন সূত্র আছে কিনা তা জানা যায়নি। বোস্টন হামলার সন্দেহভজন আটক জোখার রাশিয়ার চেচেন বংশোদ্ভূত। তবে তাদের বেড়ে ওঠা ও বসবাস যুক্তরাষ্ট্রে।
এত মানুষকে আটকের বিষয়ে কোন মন্তব্য করেনি কর্তৃপক্ষ। এর আগে ফেব্রুয়ারি মাসে এভাবে প্রায় ৩ শত জনকে গ্রেফতার করে রাশিয়া। পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়।