—-জান্নাতুল ফেরদৌসী (নিলু)
কেন হাত দিয়ে মুছো তোমার অশ্র“
তোমার পাশে আছে মায়ের আঁচল।
মাটির আঁচলে লাগিয়েছ ফুলের চারা
দেখ দেখ ফিরে, ফুল গুলো করে ইশারা।
কেন গো তোমার চোখে অশ্র“ ধারা বয়,
তোমার চোখে কেন বইছে জলাশয়,
দু-হাতে মুছো কেন জল?
আছে তোমার মায়ের আঁচল।
দেখো দেখো তোমার মাটির আঁচলে
ফুটেছে কত ফুল।
দৌঁড়ে গিয়ে খবর দিলো মাকে ভালোবেসে।
ফুল গুলি ফুটতে দেখে অট্ট হেসে হেসে
এখন আর কাঁদেনা সে-আনন্দে আছে মেতে
ফুল গুলো সব নেচে-নেচে তাঁর কাছে চায় যেতে!