কুমিল্লা প্রতিনিধি:–
ইউএসআইডি এর আর্থিক সহযোগিতায় সোশ্যাল মার্কেটিং কোম্পানী ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে ২৭ শে এপ্রিল’ বাগিচাগাঁওস্থ রোটারী ক্লাব, কুমিল্লা এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ব্লু-ষ্টার প্রোগ্রামের নতুন সেবাদানকারীদের মৌলিক কর্মসূচী। মৌলিক প্রশিক্ষণ কর্মসূচীতে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা হতে ২৩ জন স্বাস্থ্য সেবাদানকারী অংশগ্রহন করেন। মৌলিক প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ-পরিচালক, কুমিল্লা ডাঃ এবি এম সামছুদ্দিন আহম্মেদ, আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার (সিসিএসডিপি)ডাঃ মইনউদ্দিন আহম্মেদ, ডাইরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং ডাঃ জেবুননেসা হোসেন, সদর দক্ষিণ উপজেলা মেডিকেল অফিসার, ডাঃ জাকির হোসেন, এবং উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার মোঃ আমিনুল ইসলাম, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সোনিয়া সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমসি কুমিল্লা এরিয়া অফিসের সেলস্ ম্যানেজার সি. এন. মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনায় অংশগ্রহন করেন সিনিয়র সেলস্ প্রমোশন অফিসার মোঃ লুৎফর রহমান ও প্রোগ্রাম অফিসার, ফিল্ড অপারেশন মোস্তাক আহমেদ চৌধুরী।
